স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দিয়েছিলেন, সকলকে ধান কাটায় সহযোগিতা করতে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল এর উদ্যোগে মাচাবান্দা এলাকার কৃষক মোছাঃ জান্নাতি বেওয়ার ৮ কাঠা জমিতে ধান কেটে দেন চিলমারী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মিঠুন মিয়া, মোঃ সিহান, মোঃ ফাহিম, মোঃ মিদুল হাসান, মোঃ রোকন মিয়া প্রমুখ। এ ব্যাপারে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকের ধান কাটছি। আমাদের ধান কাঠা অব্যাহত থাকবে। এদিকে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিজানের নেতৃত্বে বৃহস্পতিবার উপজেলার থানাহাট ইউনিয়নের শামচপাড়া নালারপাড় ও ফকিরেরকুটি গ্রামের কৃষক কাচুয়া রহমান ও কাজিম মিয়ার ৩০ শতক জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
Leave a Reply