এস, এম রাফি : কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা মরিয়ম বেগম (৬০)। তিনি থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডেমনার পাড় গ্রামের মৃত আব্দুল হাকিমের স্ত্রী। স্বামী হারা এই মহিলা দীর্ঘ দিন যাবৎ অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। জীবিকা নির্বাহের কোন অবলম্বন না থাকলেও তার ভাগ্যে কোন সরকারি সহায়তা জোটেনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ডেমনার পাড় গ্রামের মৃত ছমসল মিয়ার স্ত্রী ছকিনা বেগমের বাড়িতে আশ্রহ নেয় বৃদ্ধপ্রায় মরিয়ম বেগমের। নিজস্ব কোনো জমি জমা নেই। তিন কন্যার বিয়ে দেবার পর পারিবারিক সমস্যায় শেষ সম্বল বসত বাড়ি হারিয়েছে। এখন অন্যের বাড়ি বাড়ি কাজ করে যা আনে তা দিয়ে অনাহারে অথবা অর্ধহারে দিন পার করতে হয়। বেশ কিছু দিন যাবত শারিরিক অসুস্থতার জন্যে কাজ করতে পারছেনা। এখন যেন না খেয়ে থাকার অবস্থা প্রায়।
কান্নাজড়িত কন্ঠে মরিয়ম বেগম জানান, বাবা মোর কিছুই নাই। কয় বছর আগত মোর স্বামী মরি গেইছে, আর যেহ্না থাকপের জায়া আছিল শেহনাও হারাইছং , তহন থাকি ছকিনের বাড়িত থাকং, ছকিনেও চলবের পায়না ঠিক মতোন । কয়েক দিন থাকি শরীল ভালো নয়ায়, সেই জন্যে কাম করবের পাংনা আগের মতন। ঘরত চাউল নাই, বেডির বাড়িত থাকি কয়েক সার চাউল আনি খাইছং, এদেন করি কয়দিন চলিম।
মরিয়ম বেগমের কাছ থেকে আরও জানা যায়, এখন পযর্ন্ত কোনো সরকারী সহযোগীতা, রেশন কার্ড, বয়স্ক ভাতা,বিধবা ভাতা এমনকি বর্তমানে বিভিন্ন অসহায়দের মাঝে ত্রাণ দিচ্ছে অনেকেই কিন্তু তিনি এখন পযর্ন্ত কিছুই পাননি বলে জানিয়েছেন। তিনি সাহায্য সহযোগীতার জন্যে অনেক মেম্বার,চেয়ারম্যানের কাছে গেলেও কাজ হয়নি বলে জানান।
এলাকাবাসী জানায়, মরিয়ম বেগম খুব কষ্টে দিন পার করলেও অদৃশ্য কারণে তিনি ভাতা ও সরকারী কোনো অনুদান বা সাহায্য সহযোগীতা পাচ্ছেন না। তার চেয়ে হতদরিদ্র এ এলাকায় আর কেউ নেই। তিনি ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সবার আগে পাবার যোগ্য।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ. ডব্লিউ. এম রায়হান শাহ্ বলেন, দুস্থ ও অসহায় হয় তাহলে আমরা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।
Leave a Reply