এস, এম রাফি: চিলমারীর অসহায় সেই মরিয়ম বেগমের পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের চিলমারী উপজেলা শাখার আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার আবু হানিফা রঞ্জু।
গত ২৪ এপ্রিল ২০২০ খ্রিঃ যুগের খবর ডট কম এ মরিয়ম বেগম কে নিয়ে প্রতিবেদন দেখে এগিয়ে আসেন বিশিষ্ট ঠিকাদার আবু হানিফা রঞ্জু।
২৬ এপ্রিল রবিবার দুপুরে চিলমারীর থানাহাট ইউনিয়নের ডেমনার গ্রামের মরিয়ম বেগমকে চাউল,ডাল,আলু, সাবানসহ নিত্য প্রয়োনীয় দ্রব্য দেন।
এসময় আবু হানিফা রঞ্জু জানান, আমি গত ২৪ এপ্রিল মরিয়ম বেগম কে নিয়ে একটি প্রকাশিত প্রতিবেদন দেখেছি। আর এই দুঃসময়ে মরিয়ম বেগমের পাশে দাঁড়ানো আমার প্রয়োজন। তাই আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।
তিনি আরও বলেন এইসময়ে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত । তখন শুধু একজন মরিয়ম নয় এমন আরও অনেক মরিয়ম আছে যারা সাহায্য সহযোগীতা পাবে।
মরিয়ম বেগম বলেন, তোমরা মোক এই খাবার দিলেন মুই খুব খুশি হইছং। তোমরা যুগ যুগ বাঁচি থাকো ।আল্লাহ তোমার ভালো করবে।
এদিকে মরিয়ম বেগমের খবরটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর গতকাল রাতে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষথেকে মরিয়ম বেগমকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply