আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর হাট-বাজারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঘোষিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে আদা। মানা হচ্ছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঘোষনা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঘোষনা অনুযায়ী পাইকারি বাজারে প্রতি কেজি আদা বিক্রি হবে দেড়শ টাকায়। পাইকারি বাজার মূল্যের সাথে আনুষাঙ্গিক ব্যয় যোগ করার পরেও খুচরা বাজারে প্রতি কেজির দাম ২শ’র বেশি হওয়ার কথা নয়।
শনি ও রোববার উপজেলার ভূরুঙ্গামারী হাট ও বাজারে গিযে দেখা গেছে প্রকার ভেদে প্রতি কেজি আদা ২৮০-৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা অধিদপ্তর ঘোষিত মূল্যের প্রায় দ্বিগুণ। খোঁজ নিয়ে জানা গেছে এক সপ্তাহ আগেও প্রতি কেজি আদার দাম ছিল ২০০ টাকা। হঠাৎ আদার মূল্য বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আরিফ নামের একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আদা আমাদের গাধা বানাইতেছে, ভূরুঙ্গামারীতে এইটা কেনো ৩শ টাকা কেজি হবে এর কোন কারন খুঁজে পাচ্ছিনা।’
আদার দাম নিয়ে কয়েকজন খুচরা বিক্রেতার সাথে কথা বললে তারা জানান, ‘পরিবহন সমস্যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। পণ্য পরিবহন ব্যবস্থা সচল রয়েছে তবুও আদার দাম বেশি কেন প্রশ্নে তারা জানান কিছুদিন আগেও মোকামে ১ পাল্লা (পাঁচ কেজি) আদার দাম ধরা হতো ১২শ’ টাকা। বর্তমানে ১৩শ’ টাকা নেয়া হচ্ছে। বেশি দামে কেনা তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
ইউএনও ফিরুজুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যহত রয়েছে। আদার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply