এস, এম আশিকুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে পাত্রখাতা ইয়াং জেনারেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরুত্বতা বজায় রেখে সোমবার সকাল ১১টায় উপজেলাটির পাত্রখাতা এলাকায় হতদরিদ্র ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তরুণদের নিজস্ব অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় ৮প্রকারের খাদ্যের একটি করে প্যাকেজ প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মো: আব্দুল আজিজ আকন্দ, শরীফের হাট এম. ইউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গফুর সরকার, সহকারী শিক্ষক হারুন-অর-রশীদসহ সংগঠনের সদস্যবৃন্দ।
Leave a Reply