বিনোদন ডেস্ক: দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মান অভিমান‘ ৪০০তম পর্ব প্রচারিত হয়ে গেল গত ২৬ এপ্রিল রবিবার।
চার শততম পর্বে পদার্পণকে কেন্দ্র করে এই নাটকের নতুন নাটকীয়তার শুরু হয়।
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে শুক্রবার সপ্তাহে সাতদিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে ‘মান অভিমান’ ।
জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটক ‘মান-অভিমান‘ এর চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস্ রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসানসহ আরও অনেকে। নাটকটির লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
৪০০ তম পর্বে যা দেখা গেল কাহিনী- রানুর বিয়ের মাঝেও বোন বীথি অল্প সময়ের জন্য ফারিয়ার বিয়ের অনুষ্ঠানে যায় । কারণ কথা মতো বীথিকে তাদের বাড়ির চাবি বুঝিয়ে দিতে হবে ফারিয়াকে। ফারিয়া অনিমাদের সাথে নিয়ে বীথিকে অপমান করে। বীথি বিয়েতে যে উপহার নিয়ে এসেছিলো সেটা খুললে বের হয়ে আসে বাড়ির চাবির বদলে হাতকড়া। তখনই সবাইকে অবাক করে দিয়ে আসে পুলিশ। অনিমার বিরুদ্ধে লোক দিয়ে বীথির ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। এরপরই কায়সার নিয়ে আসে স্বর্ণকার কলিমকে। ফাঁস হয়ে যায় ষড়যন্ত্র করে রানুর আংটি বিক্রির কথা। যে আংটির জন্য রানুকে ভুল বুঝে রাহাত একদিন দূরে সরে যায়। এসব অভিযোগে পুলিশ অনিমাকে গ্রেফতার করে। রানুর প্রতি অবিচার করায় রাহাত তার ভুল বুঝতে পারে। ফারিয়ার সাথে রাহাতের বিয়েটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
Leave a Reply