আব্দুৃুল লতিফ, ভ‚রুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ‘খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথা ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দরিদ্র রোগী ও কর্মহীন দুস্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেছে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও শাহানারা বেগম মীরা প্রমুখ।
খাদ্য সহায়তা বিতরণ কালে ১০০ দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবন, চিনি এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ডিটারজেন্ট প্রদান করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গতকাল শতাধিক রোগী, রিকশা চালক ও দুস্থ মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply