ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র রোজাদার মানুষদের ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করেছে ‘স্বপ্নের বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবা ও জনকল্যানমূলক সংগঠন।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাটে অবস্থিত ‘স্বপ্নের বাংলাদেশ’ কার্যালয়ে শতাধিক সুবিধাবঞ্চিত কর্মহীন দরিদ্র রোজাদার মানুষদের ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, আধাকেজি খেজুর, আধা কেজি মুড়ি, আধাকেজি সেমাই ও চিনি।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনটির সভাপতি আবু ইউছুফ, বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী সরকার, মতিয়ার রহমান, আমিনুল ইসলাম ও মঞ্জু সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply