রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীর খেওয়ারচর সীমান্ত থেকে বাংলাদেশি ৮টি মহিষ ও ২৭টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। ৩ মে (রবিবার) দুপুরের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
গ্রামবাসি সুত্রে জানা গেছে, দুপুরের দিকে বাংলাদেশি কিছু গরু আন্তর্জাতিক ১০৬৯-৭০ মেইন পিলারের মাঝামাঝি দিয়ে সীমান্তের নোম্যান্সল্যান্ডে চলে যায়। এ সময় ভারতের সদুরটিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা টহলরত অবস্থায় খেওয়ারচর গ্রামের লাল মিয়া পাহাড়ির ৪ টি, জহুরুলের ৩টি বাবু মিয়ার ১টি মহিষসহ ২৭ টি গরু ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে যাদুরচর ইউপি সদস্য হায়দার আলী গরু ও মহিষ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ জানান, সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply