রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে রৌমারী উপজেলার বিভিন্ন কাঁচা বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসনের নির্দেশে ভূমি কর্মকর্তাগণ ।
এদিকে করোনাভাইরাস আতঙ্কে গত কয়েকদিন উপজেলার খুচরা ও পাইকারি বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখীর অভিযোগ আনেন সাধারণ ক্রেতারা। চাল, পেঁয়াজ, রসুন, আদাসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রি হচ্ছে বাজারগুলোতে এমন অভিযোগ পাওয়া যায়।
৩ মে রবিবার বিকাল ২ টায় দাঁতভাঙ্গা, বড়াইকান্দী, টাপুরচর, হাজিরহাট কাঁচা বাজারে মোঃ শাহাদাত হোসেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা রৌমারী, সার্ভেয়ার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, যাদুরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গোলাম মোস্তফা আল ফারুক প্রমূখ। উপস্থিত থেকে বাজার মনিটরিং করেন।
এ সময় উপজেলা প্রশাসনের নির্দেশে বাজার গুলোর দোকানদারদের নায্যমূল্যের বেশি দাম রাখার নির্দেশ দেন। এসময় রৌমারীর পাইকারি পেঁয়াজ বাজারের কয়েকটি দোকান মালিকদের মূল্য চার্টে না থাকা এবং দ্রব্যমূল্য বেশি রাখার কারণে শেষ সতর্ক করেন।
এসময় যাদুরচর ইউনিয়নের ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা আল ফারুক বলেন, বাজারে পর্যাপ্ত খাদ্য মজুদ ও সরবরাহ আছে। কাউকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের বেশি পণ্য না কেনার অনুরোধ জানান তিনি।
রৌমারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাস আতঙ্কে ব্যবসায়ীরা যেন এর বাড়তি মুনাফা না নেন। সর্বোস্তরের মানুষকে তিনি সরকার ও রাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, নিয়মিত বাজার মনিটরিং করার জন্য কমিটি গঠন করা হয়েছে । ভূমি কর্মকর্তাসহ ছয়জন করে আনছার নিয়ে নিয়মিত বাজার পরিদর্শন করবে এ কমিটি । এবং কোথাও কোনো প্রকার দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করলে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশও রয়েছে ।
Leave a Reply