ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বৃহস্পতিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩ ব্যক্তি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে আক্রান্তদের দেহে কোনো উপসর্গ নেই বলে জানা গেছে। আক্রান্তরা বিদেশ ফেরত কারো সংস্পর্শেও ছিলেন না। কমিউনিটি ট্রান্সমিশনের শিকার বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স ১৫-৩০ কোঠায়। তারা গত ২৪ শে এপ্রিল গাজীপুর থেকে ভূরুঙ্গামারী আসেন। ৩মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়। আক্রান্ত দুজনের বাড়ি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্রনবীশ গ্রামে। তারা হলেন আবেদ আলী (৩০) ও আসমা (২৬)। দুজনেই পোশাক শ্রমিক। গাজীপুরের টঙ্গীতে থাকেন। আক্রান্ত অপরজন আশরাফুল আলম (১৬) পেশায় নির্মাণ শ্রমিক। গাজীপুরের কোনাবাড়ীতে কাজ করতেন। তার বাড়ি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী সাহেবগঞ্জ বাজারের পাশে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান,‘সন্ধ্যায় ফলাফল প্রাপ্তির পর আক্রান্তদের বাড়িতে গিয়ে আক্রান্ত ব্যক্তি সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। আক্রান্তরা আগে থেকেই কোয়ারান্টাইনে ছিলেন। আশ্চর্যের বিষয় হলো, তাদের ৩ জনের দেহেই কোন উপসর্গ নেই। তাদেরকে দেখে সম্পূর্ণ সুস্থ মনে হয়েছে। পরিবারের সদস্যরাও ভালো আছেন। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রয়োজনীয় ঔষধ সহ স্বাস্থ্য কর্মী প্রস্তুত রাখা হয়েছে। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের গাইড লাইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫৬ জনের ফলাফল পাওয়া গেছে।’
বৃহস্পতিবার রাতেই বৈরী পরিবেশ উপেক্ষা করে দুর্গম এলাকায় অবস্থিত আক্রান্ত ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করেন সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ওসি মুহাঃ আতিয়ার রহমান ও ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি সহ আশপাশের আরো কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে। খাদ্য সহায়তা সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply