স্টাফ রিপোর্টার, উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে “১২তম হাজ্বী পরিচিতি , দোয়া মাহফিল ও নবীন-প্রবীন হাজ্বীগণের পরিচিতি, ও কুশল বিনিময় মিলন মেলায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায়, হাজী সংগঠন “হিজবুল আরাফাত” এর আয়োজনে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ‘হিজবুল আরাফাত- উলিপুর উপজেলা শাখা’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু তৈয়ব সরদারের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওঃ নুরুন্নবী মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব আবু আলা তারিক চৌধুরী, সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন তালুকদার, সাবেক এমপি আলহাজ্ব মাওঃ মতিউর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মজিদ হাঁড়ি, বিশিষ্ট বক্তা আলহাজ্ব মাওঃ আব্দুস সবুর, হিজবুল আরাফাত-উপজেলা শাখা’র প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মহিউল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা প্রমুখ। এসময় জেলার ৮০০ হাজী গনের মিলনমেলা হয়।
পরে, আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞার সম্পাদনায় উপজেলার সকল হাজ্বীগণের পরিচিতি ‘স্বরনিকা’২০১৯ -বইয়ের মোড়ক উম্মোচন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি।
Leave a Reply