আজকের তারিখ- Mon-20-05-2024

চিলমারী বন্দরে জোড়গাছ ও রমনা ঘাটে মানুষের উপচে পড়া ভীড়

এস, এম নুআস: এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন আবহে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। যেখানে দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানরা ঈদের আনন্দে মেতে ওঠার কথা, সেখানে করোনা থেকে বাঁচতে এবার আনন্দ নিজ নিজ পরিবারে, বাড়িতে-বাড়িতে, ঘরে- ঘরে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শত প্রতিকূলতা ও সংকট মোকাবিলা করে এগিয়ে যেতে মনের শক্তি ও সাহস যোগাবে- এমন প্রত্যাশায় এবারের ঈদ আনন্দ ঈদগাহে হাতে হাত, বুকে বুক মিলিয়ে না হলেও মসজিদে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে পরস্পরের দেখা হওয়া, কুশল বিনিময় এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাড়ি বাড়ি না গিয়ে মোবাইল ফোনসহ ভার্চুয়াল মাধ্যমে আনন্দ ভাগাভাগির মধ্যে দিয়ে পালিত হচ্ছে। কিন্তু চিলমারীতে এর কিছুটা ব্যতিক্রমও হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ২‘শ ৪৮টি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ক্যাম্পাসে বাসার ছাদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোনো কোনো মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। বেলা গড়তেই ভীড় জমতে থাকে চিলমারী বন্দরের রমনা ও জোড়গাছ ঘাটে। নেই কোন করোনা ভীতি, নেই কোন সামাজিক দুরত্বতা। ৪টি স্থানে রাস্তা বন্ধ করে দিলেও রমনা ঘাটে কম বয়সী ছেলে মেয়েদের পদচারনায় মুখরীত হয়ে ওঠে। বাদ যায়নি জোড়গাছ ঘাটও। সেখানে কয়েক হাজার নারী পুরুষ নৌকায় গাদাগাদি করে বসে নদী ভ্রমণ করছে। পড়ন্ত বিকেলে চিলমারী মডেল থানা পুলিশ টহল জোরদার করে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সচেতন মহল বলছেন রমনা ও জোড়গাছ ঘাটে করোনার বেচাকেনা চলছে। উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্ জনসমাগম বন্ধে বিকেলে মাঠে নামেন। এদিকে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বাড়তে থাকলে রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট ঘাটে ব্রহ্মপুত্রের ভাঙ্গণ রোধে ডাম্পিং করার জন্য রাখা কয়েক হাজার বালু ভর্তি জিও ব্যাগ পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছেন দু‘একদিনের মধ্যে পানি কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )