এস এম রাফি: কুড়িগ্রামের চিলমারীর রমনা বাঁধের মোড়ে ২৫০০ টাকা উপকারভোগীদের তালিকা প্রকাশের দাবিতে গণকমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির চিলমারী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তাগণ বলেন, ঈদ গেলো এখনও মোবাইলে টাকা পাননি কেউ। নারায়ণগঞ্জে গরীব মানুষ ২ ভাগ আর কুড়িগ্রামে ৭১ ভাগ। চিলমারীতে ৭৭ ভাগ। ৫০ লক্ষ পরিবার এর কত ভাগ খানা জরীপ অনুসারে বরাদ্দ হয়েছে তা জানতে চান।
এছাড়াও কারা মোবাইলে আড়াই হাজার টাকা পেয়েছে, তাও জানতে চান মানববন্ধনে উপস্থিতগণ। উপস্থিতগণ কেউ মোবাইলে টাকা পাননি। তার তালিকা প্রকাশ করা হোক।
Leave a Reply