-রাকিব আহসান-
বাবা একটি অতূলনীয় মধুর ডাক।আজ বাবা দিবস। যদিও বাবাকে ভালবাসার জন্য কোনো দিবসের দরকার হয় না।সন্তানের কাছে প্রতিটি দিনই বাবা দিবস।
বাবা হচ্ছেন সন্তানের জন্মদাতা,অভিভাবক,পিতা অর্থাৎ যার কোনো তূলনা হয় না।প্রকৃতপক্ষে বাবা মানেই মাথা গুজার ঠাই,নির্ভরতা,অন্ধকারে পথের দিশা।বৃক্ষ যেমন ছায়া দেয়, ফল দেয়, জ্বালানী দেয়, কাঠ দেয়, দেয় বাঁচার জন্য অক্সিজেন,তেমনি বাবাও দেন ছায়া, দেন প্রয়োজনের ফল-জ্বালানী-কাঠের যোগান।পৃথিবীতে সকল কিছুর উদাহরণ পাওয়া গেলেও সন্তানকে ভালবাসে না এমন বাবার উদাহরণ পাওয়া যাবে না।ডোনাল্ড ট্রাম্প থেকে ভিক্ষুক সে যেই হোক না কেন সন্তানের প্রতি পিতার ভালবাসা সকলেরই সমান।
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে শর্ত জুরে দিয়ে, সৃষ্টিকর্তার উপসনা করতে হবে, সদা সত্যকথা বলতে হবে, মানুষ হয়ে মানুষের উপকার করতে হবে ইত্যাদি ইত্যাদি শর্ত দিয়ে ৷ আর সৃষ্টিকর্তার শর্ত না মানলে আমরা হয়ে যাই পাপিষ্ঠ, সেই পাপের হয় বিচার ৷ আর একজন বাবা আমাদের জন্ম দিয়েছ নিঃশর্ত ভাবে, দিয়েছিলে শুধু উপদেশ ৷
যদিও আমার বাবা পৃথিবীর সেরা বাবা নয়! তবে আমার বাবাই আমার পৃথিবী। আমার বাবা, আমার হিরো। আমার অনুপ্রেরনার আশ্রয়স্থল। এ উদ্দাম গতিময়তার যুগে তিনি শুধু লালন কর্তা, পালনকর্তা এবং প্রয়োজনের যোগানদাতাই নয় বরং আরো বড় কিছু।ছোটবেলা থেকেই সকল হিরো, সুপার হিরোকে পাশ কাটিয়ে আমি শুধু তার মতোই হতে চেয়েছি। যে কিনা, আমার দেখা সবচেয়ে ভালো মানুষ। সৎ,সত্যবান, চমৎকার,চরিত্রবান,ধার্মিক ব্যাক্তি।আমি গর্বিত তার মতো হবার চেষ্টা করতে পেরে, আমি গর্বিত তার সন্তান হতে পেরে। সম্ভবত বাবাকে নিয়ে করা এ গর্বটা সব সন্তানেরই অধিকার।
মাঝে মাঝে ভাবি, আমি কি পারবো আমার বাবার মতো সৎ, সত্যবান, চরিত্রবান,ধার্মিক হতে? আমি কি পারবো- আমার বাবার মতো বাবা হতে?
সন্তান সুলভ পক্ষপাতে আমার বাবাকে পৃথিবীর সেরা বাবা বানিয়ে দেয়াটা সহজ এবং যৌক্তিক। এতটুকু যোগ্যতা তিনি ধারন করেন। কিন্তু এতে শুধু ব্যাক্তি বাবাকেই উচিয়ে ধরা হবে! নিচু করা হবে বাবা নামটিকে। কারন বাবা মাত্রই সেরা, সেটা আমার বাবা হোক কিংবা অন্যের।।
আজকের বাবা দিবসে, আমি অতি সাধারন হয়েও অসাধারন বাবাকে জানাচ্ছি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। যিনি শুধু শীতল ছায়াই নয় বরং আমাকে দিয়েছেন গর্ব করার পূর্ন অধিকার।আর হ্যাঁ,মায়ের প্রতিও রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু, তুমিই আমার হিরো, তুমিই আমার পৃথিবী।
Leave a Reply