স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান বদরুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিজান, মিনহাজুল ইসলাম মিঠু প্রমুখ নেতৃবৃন্দ উপজেলা পরিষদের পুকুর পাড়ে দেড় শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন।
Leave a Reply