স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীর বন্যার্ত এলাকা পরিদর্শন ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরন করলেন প্রতিমন্ত্রী। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন সোমবার দিনব্যাপি চিলমারী উপজেলার বন্যার্ত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ, শিশু খাদ্য বিতরন করেন এছাড়াও ব্যক্তিগতভাবে নগদ অর্থও বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উত্তম কুমার সিংহ, নয়ারহাট ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে আপনাদের চিন্তার কোন কারণ নেই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে রবিবার রাতে চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মচারী ও কর্মকর্তারা নিজস্ব তহবিল থেকে প্রায় আড়াই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
Leave a Reply