এস, এম নুআস: করোনার ভয়ে গৃহবন্দি চিলমারীর মানুষজন ভাইরাসের ভয় থেকে মুক্ত না হতেই বন্যার পানিবন্দি হয়ে পড়েছে। করছেন মানবেতর জীবন যাপন। বন্যার পানি নেমে না যাওয়ায় এবং প্রবল বর্ষণে নতুন কিছু এলাকা বন্যার পানি ডুবে পুরো উপজেলা এখন পানিতে ভাসছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষ। স্থান ভেদে প্রায় দু’সপ্তাহ ধরে পানিবন্দি মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে। দুঃখ কষ্ট মাথায় নিয়ে দিনাতিপাত করলেও মিলছে না তাদের ভাগ্যে সরকারী বা বে-সরকারী কোন সহায়তা।
জানা গেছে, প্রথম দফা বন্যার পানি নামতে না নামতেই আবারো টানা বৃষ্টির সাথে উজানের ঢলে তলিয়ে যেতে শুরু করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার গ্রামের পর গ্রাম। পানি বৃদ্ধির ফলে তলিয়ে যায় উপজেলা সদরসহ উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল। প্রধান প্রধান সড়কসহ যোগাযোগের রাস্তা ও সড়কগুলো এখন পানির নিচে। পানি বৃদ্ধির ফলে প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়ায় হাজার হাজার মানুষ হয়েছেন বাড়ি ছাড়া। করোনায় গৃহবন্দি মানুষজন বন্যায় হয়েছেন ঘরছাড়া। ঘরছাড়া মানুষজন বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করলেও কেউ খবর নিচ্ছে না বলে তাদের অভিযোগ। উপজেলার সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। মানুষজন শহরের ভিতরে নৌকা এবং ঘোড়ার গাড়ি দিয়ে চলাচল করলেও দুর্ভোগ চরমে উঠেছে। প্রায় দুই সপ্তাহ থেকে পানিবন্দি হয়ে বাঁধে, কেসি সড়কে, রেল সড়কসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র, প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করলেও মেলেনি সরকারী বা বে-সরকারী কোন সাহায্য। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, বানভাসীদের মাঝে ২৪ মে.টন চাল, শুকনা খাবার বিতরন করা হয়েছে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন আশ্রয় পয়েন্টে টিউবওয়েল, ল্যাট্রিন দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্ বলেন, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে বানভাসীদের সাহায্য করা হবে চেয়ারম্যানদের মাধ্যমে।
এদিকে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মশিউর রহমান সরকার জানান, তার ওয়ার্ড মাচাবান্দা গ্রামের শতভাগ মানুষ পানিবন্দি হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এই ওয়ার্ডে কোন উঁচু রাস্তা, মাঠ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় পানিবন্দি লোকজন নিজ বাড়ীতেই ঘরের ভিতর মাচা পেতে মানবেতর জীবন যাপন করছেন। সরকারী বা বে-সরকারীভাবে মাচাবান্দা এলাকায় কোন প্রকার ত্রাণ সামগ্রী দেয়া হয়নি। ইউপি সদস্য বার বার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও কোন লাভ হয়নি বলে জানান তিনি। মাচাবান্দা গ্রামে জরুরী ভিতিত্বে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খো-খাদ্যসহ ত্রাণ সামগ্রী প্রেরণের দাবী জানান বন্যার্তরা।
Leave a Reply