স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ৪‘শ বন্যার্ত পরিবারের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল হতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মাটিকাটা মোড়স্থ ফায়ার সার্ভিস ষ্টেশনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া ও নুডুলস এর প্যাকেজ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সায়হান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কোহিনুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার গোলাম মোস্তফা প্রমুখ।
Leave a Reply