স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলহাজ্ব নুরবক্ত মিয়ার প্রথম পুত্র দৈনিক আমার সংবাদ পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি হযরত ফাতেমা (রাঃ) পৌর স্কুল এন্ড কলেজের অফিস সহকারী, প্রেসক্লাব উলিপুর এর সদস্য ও চ্যানেল এস এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মজাহারুল ইসলাম মিলনের জানাযা নামাজ রবিবার সকাল ১১টায় তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা- উপজেলার সাংবাদিক সংগঠন, বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাত ৮টায় প্রেস ক্লাব উলিপুর হল রুমে বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মজাহারুল ইসলাম মিলন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর। তিনি পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, ৩ কন্যা আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
Leave a Reply