স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মোঃ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুৃ হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশীদ ও সদস্য মোঃ ওয়াজেদ আলী প্রমুখ। সাধারণ সম্পাদক সকলকে পরিচয় করিয়ে দেন। গত ০৬ ডিসেম্বর, ২০১৯খ্রিঃ তারিখে চিলমারী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ ১০ ডিসেম্বর, ২০১৯খ্রিঃ তারিখে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদের অনুমোদন দেন। কমিটিতে রয়েছেন সভাপতি পদে শওকত আলী সরকার বীরবিক্রম, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, মোঃ সুরুজ্জামান সরকার, মোঃ সোলেমান সরকার, মোঃ জয়নাল আবেদীন যুবরাজ, মোঃ আব্দুস সাত্তার, নৃপেন্দ্র নাথ অধিকারী, মোঃ জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, আইন বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ মামুন অর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ রেজাউন্নবী যাঁহাগীর, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক মোঃ মোজাফফর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মোঃ আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা সুজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মাহফুজা হোসেন শিল্পী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নজরুল হক চৌধুরী চাঁদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আরাতুজ্জামান, শ্রম সম্পাদক মোঃ আব্দুর রহিম মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক শ্রী রবীন্দ্র নাথ দাস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সলিল কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, মোঃ রহিমুজ্জামান সুমন, মোঃ নুর আলম রাকু, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, স-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর আমিন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম। সাধারণ সদস্যরা হলেন, মোঃ সাজেদ হোসেন তাতা, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ আজগার আলী সরকার, মোঃ গয়ছল হক মন্ডল, মোঃ আব্দুর রাজ্জাক মিলন, মোঃ আবু তালেব ফকির, মোঃ ফরহাদ আলী, মোঃ আব্দুল করিম, মোঃ আয়নাল হক সরকার, মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, মোঃ আব্দুর রহিম জাহাঙ্গীর, মোঃ লাল মিয়া, মোঃ আব্দুল মজিদ, মোঃ মনিরুজ্জামান জোদ্দার, মোঃ নুরুল হক, মোঃ মঞ্জু মিয়া, মোঃ জিয়াউল হক হেলাল, মোঃ লুৎফর রহমান, মোঃ ফজলুল হক শুকু, মোঃ রেজওয়ান আলী ভুট্টু, মোঃ রেজওয়ান আলী, মোঃ নুর-এ আলম মিষ্টি, ডাঃ সুনিল কুমার চিনু, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ তছলিম উদ্দিন, মোঃ আবু আলম, মোঃ মাঈদুল ইসলাম মুকুল, মোঃ আমজাদ হোসেন, মোঃ কায়ছার আলী মন্ডল, শ্রী তপন কুমার বর্মণ, মোঃ ওয়াজেদ আলী, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুর রহিম মেম্বার, আলহাজ্ব নুরুল আমিন ও মোঃ এনামুল হক আনছারী।
পরে আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply