স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে গলা কেটে হত্যার শিকার চিলমারীর মাসুদের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার জুঁই-জুথী ফিলিং স্টেশনের উত্তরপাশে বর্ষার পানি থেকে দু‘জনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের দু‘জনের গলায় কাটা রক্তাক্ত জখম রয়েছে। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (৩০) ও রংপুর জেলার কোতায়ালী থানার চানবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (৩২)। নিহতদের মধ্যে মাসুদ রানা গাজীপুরের কাশিমপুরে গ্রামীণ ফেব্রিকস নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং মামুন একই জেলার চক্রবর্তী এলাকায় একটি মোবাইল লোড ও বিকাশের ব্যবসা পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছেন।
জানা গেছে, উত্তরবঙ্গের এই দুই জেলার দুই বাসিন্দা ঈদের ছুটি শেষে একই মোটর সাইকেলেযোগে কর্মস্থলে ফিরছিলেন। শনিবার ভোরে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে তারা ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে অথবা দুর্ঘটনা কবলিত হয়ে থাকতে পারে এম ধারণা করে স্থানীয় পুলিশ। সকাল সাতটার দিকে মহাসড়কের পাশে বন্যার পানিতে তাদের দু‘জনের লাশ স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। এসময় সেখান থেকে তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটর সাইকেল, কাপড় চোপড় ও কাগজপত্রসহ একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানায় মাসুদের ভগ্নপতি রফিক বাদী হয়ে একটি মামলা দায়ের করে। নিহত মাসুদ রানা চিলমারীস্থ মেধাবী কল্যাণ সংস্থার সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। রবিবার রাত ১২টায় চিলমারী সরকারি কলেজ মাঠে নামাজে জানাযা শেষে সবুজপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply