এস, এম রাফি: কুড়িগ্রামের চিলমারীতে জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন। এলাকায় ব্যাপক উত্তেজনা।
জানা গেছে, চিলমারী উপজেলার মসজিদের পাড় এলাকার আশাদুল ইসলামগং এর সাথে সাইদুর রহমানগং জমাজমি সংক্রান্তসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। পুর্ব শত্রæতা ও জমি সংক্রান্ত বিবাদের জের ধরে শুক্রবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মাইদুল, সাইদুর, হাফিজুরসহ ২৫জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন চিলমারী হাসপাতালে এবং কয়েকজন কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এর মধ্যে মাইদুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, ঘটনার দিন শুক্রবার সকালে সাইদুর রহমান এর নেতৃত্বে কয়েকজন আশাদুল ইসলামের ভোগদখলকৃত জমিতে ধানের চারা রোপন করতে গেলে আশাদুল ইসলামের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসী আরো জানান, পুলিশের উপস্থিতিতেই সংঘর্ষের ঘটনা ঘটলেও পুলিশ কার্যকরী পদক্ষেপ নেননি। ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বিষয়টি নিয়ে উপস্থিত কথা বলতে কেউ রাজি হয়নি। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনা ঘটেনি দাবি করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে পড়ে কথা বলবেন।
Leave a Reply