স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে শিল্পী সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছামসুল ইসলাম সুমন, কাজল আহম্মেদ, মৃনাল কান্তি রায় প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলাএকাডেমীর সাধারণ সম্পাদক নাজমুল হুদা পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ আব্দুল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতরণ বর্মণ, জগদীশ চন্দ্র রায়, আনোয়ারুল ইসলাম, জাহিদ আনোয়ার পলাশ, রোকনুজ্জামান স্বপন, মাইদুল ইসলাম প্রমুখ। পরে সকল শিল্পীদের নিয়ে জাহিদ আনোয়ার পলাশকে আহŸায়ক, এস, এম নুরুল আমিন সরকার, আমিনুল ইসলাম, রোকনুজ্জামান স্বপন ও ওবায়দুল ইসলাম হিরুকে যুগ্ম আহবায়ক করে শিল্পী সমিতি চিলমারী শাখার আহবায়ক কমিটি গঠিত হয়।
Leave a Reply