স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রেন্ডশীপ, এমজেএসকেএস, সিডিডিএফ, টিডিএইচ ফাউন্ডেশনের সহায়তায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, ফ্রেন্ডশীপের প্রজেক্ট অফিসার লাবিবুল ইসলাম, সিডিডিএফের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, এমজেএসকেএসের শাহ জালাল আহমেদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply