আজকের তারিখ- Sat-27-04-2024
 **   দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর **   ‘আমার শরীর নিয়ে আমি গর্বিত’ **   কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার **   নাগেশ্বরীতে হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ **   রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান **   ভূরুঙ্গামারীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় **   চিলমারীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় **   রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক **   কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার **   ঝংকার সিনেমা হলে যাচ্ছেন আদর ও পূজা

চিলমারীতে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা পালনের আহবান

স্টাফ রিপোর্টার: সন্ধ্যা ছয়টার মধ্যে প্রতিমা বিসর্জন ও স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা পালন করার আহবান জানিয়েছেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, চিলমারীতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। দর্শনার্থীরা মাস্কসহ স্বাস্থবিধি মেনে প্রতিমা দর্শনে বের হলে সবাই নিরাপদে থাকবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামন্ডগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য মন্ডপ কমিটির প্রতি আহবান জানান তারা।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি মন্দির মন্ডপের পাশে মোবাইল টিম কাজ করবে। যে কোন পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত থাকবে। এছাড়া তিনি পূজামন্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশ ও নির্গমন লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক রাখার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
এসময় পূজা কমিটির প্রতিনিধিরা সন্ধ্যা ৬টার মধ্যে পূজা বিসর্জন ও স্বাস্থ্যবিধি মেনে পূজা করার আশ্বাস দেন। এবছর পূজা করবেন, তবে করোনার কারণে উৎসব করবেনা বলে জানান তারা।
সভায় জানানো হয় এবার চিলমারী উপজেলায় পূজামন্ডপের সংখ্যা ২৫টি। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাজেদা বেগম, স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ খবরুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ আল হেলাল, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ সলিল কুমার বর্মণ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কর্ণধর বর্মা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )