যুগের খবর ডেস্ক: বিএনপি ‘ওহি নির্ভর দল’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার একটি গণমাধ্যমের অনুষ্ঠানের লাইভে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘বিএনপি ওহি নির্ভর। ইউকে থেকে ওহি আসলেই হবে। আজকে মনে করেন খালেদা জিয়ার পপুলারিটিকে তো না বলতে পারব না আমরা। সরকার ভীষণ বুদ্ধিমতির কাজ করেছে, তাকে জনগণের কাছ থেকে ভুলিয়ে দিতে। তাকে বেল দেয় না কিন্তু গুলশানের বাড়িতে রাখে।’
‘এটা সরকারের জন্য ভুল, বিএনপির উচিত মাঠে নামা। মাঠে নামছেন না তারা। দু-একটা বক্তৃতা দিয়েই তারা খালাস হয়ে যাচ্ছে। জনগণের পক্ষে কথাটা বলবে কে?’, যোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
Leave a Reply