স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২০”উপলক্ষে ফ্রেন্ডশিপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাই মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র্যালির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর ক্লাইমেট একশন সেক্টর চিলমারী অফিসের উদ্যোগে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য বাই সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। এসময় ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী একেএম সাখাওয়াত হোসেন, ক্লাইমেট একশন সেক্টর চিলমারী অফিসের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মোশরেফুর রহমান, প্রজেক্ট ইনচার্জ মোঃ লাবিবুল ইসলাম, ফিল্ড অপারেশন সেক্টরের ব্যবস্থাপক মোঃ শফিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ উদ্বোধনী বক্তব্যে বলেন, এই করনাকালীন সময়ে এ ধরনের বাই সাইকেল র্যালি একটি ব্যতিক্রমী এবং চমৎকার আয়োজন। ফ্রেন্ডশিপের এই স্বেচ্ছাসেবকগণ চরাঞ্চলে বন্যার্তদের জন্য স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে এবং ভবিষতেও যেকোন দুর্যোগে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাই সাইকেল র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ফ্রেন্ডশিপের ০৪ জন মহিলা ও ৭৫ জন পুরুষ স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন।
Leave a Reply