বিনোদন ডেস্ক: প্রায় ১০ মাস পর বাংলাদেশ থেকে কলকাতায় পারি জমালেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার কলকাতায় পৌছেন দুই বাংলার জনপ্রিয় এ তারকা। কলকাতা যাওয়ার একদিনই পরই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে সমকালকে বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে নিশ্চিত করেন তিনি।
জয়া বলেন, ‘কতদিন পর কলকাতায় এলাম। এখানে কাজ শুরুর পর এতোদিন কখনও কলকাতার বাইরে থাকা হয়নি। মিস করেছি শহরটাকে। অবশেষে ফিরেছি। ফিরেছি কাজেও।’
ঢাকা থেকে জয়া আহসান কলকাতার যোধপুর পার্কে তার ঠিকানায় গেছেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন। বিজ্ঞাপনের কাজটি শেষ হলেই শুরু করবেন নতুন সিনেমার শুটিং।
অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ছবিতে অভিনয় করে জয়া আহসান মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। ছবিটিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন জয়া।
Leave a Reply