আজকের তারিখ- Wed-01-05-2024

বসন্ত বাতাসে ভালবাসা

যুগের খবর ডেস্ক: আজি দখিন-দুয়ার খোলা-/এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো…। এসেছে বসন্ত। আজ ১ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ। বরিবার। বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রতিবারের মতো এবারো প্রিয় ঋতুকে বর্ণিল উৎসবে বরণ করে নেবে বাঙালি। দেশজুড়ে হবে বাঙালির অন্যতম বৃহৎ অসাম্প্রদায়িক উৎসব। আজ পূর্ব দিগন্তে ওঠা সূর্য বসন্তকালকে স্বাগত জানাবে। গত বছরের মতো এ বছরও একই দিন বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) ও বসন্তবরণ উৎসব পালিত হবে।
বাংলা বর্ষপঞ্জির হিসেবে ঋতু পরিবর্তন আসায় দুই বছর আগ পর্যন্ত ১ ফাল্গুন এবং ১৩ ফেব্রুয়ারি ছিল অভিন্ন দিন। তবে গতবার থেকে খ্রিস্ট্রীয় বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে অভিষেক হয়েছে ফাগুনের। সে হিসাবেই এবারো উদ্যাপিত হচ্ছে বসন্ত উৎসব। কবিগুরুর ভাষায় : বসন্ত, দাও আনি,/ফুল জাগাবার বাণী/ তোমার আশায় পাতায় পাতায় চলিতেছে কানাকানি…। শেষ হলো কানাকানি। প্রেমের কবি নজরুল তাই ঘোষণা করছেন, এলো খুনমাখা তূণ নিয়ে/ খুনেরা ফাগুন…। ভাটিবাংলার প্রেমিক পুরুষ বাউল শাহ আব্দুল করিমও গাইলেন : বসন্ত বাতাসে সই গো/ বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে…।
প্রতিবারের মতোই এবারো রাঙিয়ে দিতে এসেছে ফাগুন। শূন্য হৃদয় ভরিয়ে দিতে এসেছে। মনের গহীন কোণে অতি সূক্ষ্ম যে পুলক, সে তো কেবল বসন্তই জাগাতে পারে! এই বসন্ত কুসুম কোমল প্রেমের। কাছে আসার। প্রিয়জনের স্পর্শ নিয়ে বাঁচার সুখ বসন্ত।
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তকে এক সঙ্গে বলা হয় ষড়ঋতু। আর বসন্তকে বলা হয় ‘ঋতুরাজ’। বাংলা ভাষাভাষিরা পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবে মেতে উঠে। তবে শুধু কি বাংলাদেশিরাই এ উৎসবে মেতে উঠে? মোটেই নয়, ঋতু ভেদে সারাবিশ্বেই পালিত হয় বসন্ত।
এদেশের মানুষ গাছের ডালে নতুন পাতায় দেখতে পায় বসন্তের আগমনী বার্তা। শীতের ঝরাপাতা মারিয়ে আর কোকিলের ডাকের সঙ্গে মিলেমিশে বাংলার বুকে আসে বসন্ত। পহেলা ফাল্গুনে এই বসন্ত পালন করা হয়। এদিন লাল, হলুদ রঙয়ের পোশাক পরে খোপায় ফুল গুজিয়ে নারী ও তরুণীরা উৎসবে মেতে উঠেন। তবে ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ভালোবাসার। দুইয়ে মিলে প্রাণবন্ত হোক আমাদের যত আশা, ‘ফাগুনের আগুন লাগে তোমার হৃদয়ে, বলি হে সখা সেজেছো কেমন নতুনের আগমনে’। ঋতুরাজ বসন্ত। এ ঋতুতে প্রকৃতিকন্যা নতুন রূপে সজ্জিত হয়। বিশেষ করে গাছে নতুন কচি পাতার আগমন ঘটে। ‘শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার আবাসে চারিদিক লাল রাঙা হয়ে পড়ে।’ বসন্তে রমণীরা হলুদ-লালচে শাড়ির মিশেলে নিজেদের সুন্দরভাবে সাজিয়ে তোলেন।
প্রিয় ঋতুকে বরণ করে নিতে আজ সারাদেশেই বসন্ত উৎসবের আয়োজন করা হবে। রাজধানী ঢাকার অলিগলি রাজপথে বাড়বে ভিড়। রঙিন হয়ে উঠবে চারপাশ। ছোট্ট মেয়েটিও খোঁপায় জড়িয়ে নেবে গাঁদা ফুল। বড়দের মতো শাড়ি পরে গন্তব্য হীন হেঁটে যাবে। ছেলেরা পরবে পাঞ্জাবি। তবে এবার একই দিনে ভালবাসা দিবস উদ্যাপিত হবে। এর ফলে বাসন্তি রং এবং ভালবাসার লাল পোশাকে দুটো রংই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিনটি বিশেষত প্রেমিক প্রেমিকাদের। যুগল স্রোতে ভেসে উদযাপন করবে চিরসুখীজন। এভাবে গোটা শহরে পৌঁছাবে বসন্তের বার্তা। যথারীতি মানুষের ঢল নামবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলার বকুল তলাসহ আশপাশের এলাকায়।
ভালোবাসা শুধুই লোক দেখানো নয়, ভালোবাসা আত্মার এক নিবিড় সম্পর্ক। ভালোবাসে না, এমন মানুষ খুব কমই আছে পৃথিবীতে। ভালোবাসা মনের সব অন্ধকারকে দূর করে আলোর সন্ধান এনে দেয়। ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। তবুও আমরা ভ্যালেন্টাইনের প্রেমের কাহিনিকে অবলম্বন করে ভালোবাসার জন্য দিনক্ষণ পেতে রেখেছি। ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই। ভালোবাসা খুবই আবেগ আর স্নেহমাখা বুলি। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ নয়। ভালোবাসাটা জগৎজুড়ে এক মায়ার বন্ধন। মা-বাবা, আত্মীয়স্বজন সবাই ভালোবাসার অংশ। ভালোবাসা অন্য রকম অভিজ্ঞতা। কেউ ভালোবেসে হাসে, কেউ বা ভালোবেসে হাসায় অন্যজনকে। ভালোবাসা দিবসে কেউ ছুটে আপনজনের সান্নিধ্যে, কেউ আবার ভালোবাসার টানে ছুটে যায় ছিন্নমূলের কাছে। কেউ ভালোবাসে, কেউ ভালোবাসায়। এই ভালোবাসাবাসির মধ্যখানে আবার কেউ এসে দেয়াল হয়ে দাঁড়ায়। পবিত্র ভালোবাসার জয় দেখতে আগ্রহী আমরা সবাই। ভালোবাসায় পরিপূর্ণ হোক সবার জীবন।
স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বিভিন্ন প্রান্তে আজ থাকছে বেশ কিছু অনুষ্ঠান। বসন্তের প্রকৃতি বর্ণনা ও বন্দনা ছাড়াও এসব অনুষ্ঠান থেকে বাঙালির জীবনে বসন্তের প্রভাব নানা ব্যঞ্জনায় ফুটিয়ে তোলা হবে।
এদিকে বসন্ত উৎসব উদযাপনের বড় অনুষঙ্গ ফুল। মৌসুমি ফুল যেন প্রিয় ঋতুর অর্ঘ্য। একদিন আগে থেকেই ঢাকার ফুলের দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেখানে ফুল বিক্রি হতো না, সেখানেও এখন ফুলের পসরা। এমনকি ঢাকার ফল ব্যবসায়ীরা ফুল বিক্রি করছেন! আজ এ বিক্রি বেড়ে কয়েকগুণ হয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটি (বিএফএস)। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকাল শুরুর প্রাক্কালে শাহবাগের পাইকারি ফুলের বাজার ব্যাপক চাঙ্গা হয়ে উঠেছে। গত বছরের মতো এ বছরও একই দিন বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণ হওয়ায় গতকাল শনিবার কাকডাকা ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে শাহবাগের ফুলের বাজার। গোলাপ, রজনীগন্ধা, লিলি, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রঙ্গন, জারবেরা, কাঠমালতি, অর্কিড ও শাপলাসহ অসংখ্য ফুলের পসরা সাজিয়ে বসেন ফুল ব্যবসায়ীরা। ফুল বেচাকেনার জন্য মূলত শাহবাগ শিশুপার্ক সংলগ্ন স্থান থাকলেও ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে দুদিন ধরে ফুলের চাহিদা বাড়তি থাকায় পাইকারি ব্যবসায়ীরা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি ফুল বিক্রির জন্য নিয়ে আসেন। ফলে ফুল বেচাকেনার জন্য নির্ধারিত স্থানের সীমানা পেরিয়ে ফুটপাত এমনকি শিশুপার্কের সামনে থেকে শাহবাগ কন্ট্রোলরুমের সামনে পর্যন্ত রাস্তার একাংশেও ফুল সাজিয়ে বিক্রি করতে দেখা যায়। এ কারণে সাতসকালে যানজটও তৈরি হয় সড়কে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় বেশ কয়েক মাস ফুলের বাজার সম্পূর্ণ বন্ধ থাকে। পরবর্তীতে ফুলের বাজারের বিক্রেতা দোকান খুলে বসলেও যারা ফুল কিনবেন সেই ক্রেতাদেরই দেখা পাননি ব্যবসায়ীরা। এরপর ঈদ ও নববর্ষ এলেও করোনার সংক্রমণের হার বেশি থাকায় বেচাকেনা একেবারেই কম ছিল। কিন্তু বর্তমানে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার কম হওয়া এবং সুস্থ রোগীর সংখ্যা বেশি হওয়ায় শনি ও রবিবার দুদিন ভালো বেচাকেনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা।
গতকাল আতাউর রহমান নামের এক পাইকারি ব্যবসায়ী বলেন, অনেক দিন পর বেচাকেনা অনেক ভালো হচ্ছে। ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে শনিবার ও আগামীকাল(রবিবার) বিক্রি আরো বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, মহামারি করোনার কারণে ফুলের বাজার বসলেও এতটা প্রাণবন্ত গত কয়েক মাসে ছিল না। তিনি আরো বলেন, করোনার সংক্রমণ কমে আসায় মানুষ স্বাভাবিক সময়ের মতো রাস্তাঘাটে বের হচ্ছে। কয়েক মাস আগের তুলনায় সম্প্রতি ফুলের বেচাকেনাও বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )