স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধা এবং সাব রেজিষ্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী রিয়াজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-রাজেউন)। গত বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৯ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ আসর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬নম্বর সেক্টরের অধীনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে চিলমারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply