আজকের তারিখ- Mon-20-05-2024

চিলমারীতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার: ২১ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে চিলমারী উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এরপর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উপজেলা সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, পরে পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগ, মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী মডেল থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, থানাহাট ইউনিয়ন পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মিলন, বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষে আবু হানিফা, আব্দুল মতিন সরকার শিরীন ও মোঃ ফজলুল হক, চিলমারী প্রেসক্লাবের পক্ষে নজরুল ইসলাম সাবু ও শ্যামল কুমার বর্ম্মন, প্রেসক্লাব- চিলমারীর পক্ষে গোলাম মাহবুব ও মামুনু অর রশিদ, চিলমারী মহিলা ডিগ্রী কলেজ, চিলমারী সরকারি কলেজ, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ, বীর মুক্তযোদ্ধা সংগঠক শামছুল হক বিএসসি কারিগরি স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও শিল্পকলা একাডেমি চিলমারীর পক্ষে সভাপতি এডব্লিউএম রায়হান শাহ (নির্বাহী অফিসার) ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, নিবেদিতা সাংস্কৃতিক সংগঠণের পক্ষে নাজমুল হুদা ও জিয়াউর রহমান জিয়া, চিলমারী শিল্পী সমিতির পক্ষে জাহিদ আনোয়ার পলাশ ও এস, এম নুরুল আমিন সরকার, মেধাবী ছাত্র কল্যাণ সংস্থার পক্ষে নুরুল আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )