আজকের তারিখ- Mon-10-02-2025
 **   বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি **   সাবেক সিইসি আবদুর রউফ আর নেই **   আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ **   বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে: জামায়াত আমির **   ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি **   হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার **   এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা **   শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি **   চিলমারীতে শুরু হলো পন্ডিত বইমেলা ॥ উদ্বোধন করলেন কবি ও গীতিকার হাসান ফকরী **   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

রৌমারীর ব্রহ্মপুত্র নদে বিষ প্রয়োগ করে মাছ শিকার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে কীটনাশক ও গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে মাছ শিকার করছে দৃর্বৃত্তরা। এভাবে নদীতে কীটনাশক প্রয়োগ অব্যাহত থাকলে মাছের পোনা ও জলজপ্রাণী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বন্দবেড় ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ফলুয়ারচর, বাইশপাড়া, বাগুয়ারচর, উত্তর বাগুয়ারচর, পশ্চিম পাখিউড়া, ঘুঘুমারী এলাকার বিভিন্ন জাগায় রাতের অন্ধকারে স্থানীয় লোকজন বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় নদীতে জাগায় জাগায় মাছ ও জলজপ্রাণী মরে ভেসে উঠেছে। স্থানীয় লোকজন মরা মাছ সংগ্রহ করে সকাল থেকে সারাদিন। ফলুয়ারচর নৌকাঘাট এলাকা থেকে চরঘুঘুমারী এলাকা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পনের কিলোমিটার অংশের বিভিন্ন পয়েন্টে রাতের অন্ধাকারে বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় দিনে আলোয় বিভিন্ন জাগায় মরা মাছ ভেসে ওঠেছে।
বাগুয়ার চর গ্রাম মৎস্যজীবি মজিবর, হাফিজুর, করিম বলেন, আমরা বাপ দাদা থ্যাইকা মাছ মাইরা বিক্রি কইরা সংসার চলে, নদীতে এহন আর মাছ নাই, গ্রামের বেভাগ মানুষ নদীতে গ্যাস, বিষ দিয়া মাছ সব মাইরা হালাইছে। এহন কামলা দেই, সারাদিন কাম কইরা তিনশত টাকা পাই তাই দিয়া কুনুমতে সংসার চলে।
ঘুঘুমারীগ্রামেররহিম, জলিমুদ্দিনবলেন, রডেটন গ্যাস, এনটি ফার গ্যাস নামের ট্যাবলেট ও বিষ দিয়া নদীতে মাছ মারে। রাতের অন্ধকারে নদীর মধ্যে বিষ প্রয়োগ করে মাছ ধরে। বিষে নদীর সব প্রাণী মরে যাচ্ছে, নদীতে মাছের পোনা সব মরে ভেসে উঠছে, হাট-বাজারের মাছ আর পাওয়া যাবে না।
উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা বলেন, গ্যাসের ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে মাছ শিকারের বিষয়টি জানার পর আমরা মাইকিং করে দিয়েছি, কিটনাশক বিক্রেতা দোকানদারদের কিটনাশক ক্রয়কারীদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে। এছাড়া গ্যাস দিয়ে মাছ শিকার করে খেলে, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি কিছু নেই, তবে নদীতে গ্যাস দিয়ে মাছ শিকার করলে জলজপ্রাণী মারা যায়। কোন ধরণের বিষ প্রয়োগ করে মাছ শিকার করে তা আমার জানা নাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আসাদুজ্জামান বলেন, গ্যাসের ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে শিকারকৃত মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছ খাওয়ার সাথে সাথে মানুষের শরীরে বিষক্রীয়া হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও হজম শক্তি ও কীটনিকর্মক্ষতা হ্রাস হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )