রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপত্তিত্বে মুজিববর্ষে ১ম বার ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে উদ্যাপন উপলক্ষে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্। আরো যারা উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল ওয়াদুদ মন্ডল, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার সাহার আলী, মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শের আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা, অধ্যাপিকা আন্জুমান আরা, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেনসহ আরোও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ।
Leave a Reply