রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আব্দুল হাই (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার (৬ মার্চ) রাত ৮ টার দিকে বেহুলারচর সীমান্তের ১০৬১ মেইন পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করলে কুচনিমারা ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে। সে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানায়, আব্দুল হাই গত রাতে গরু পাচারের কাজে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে আটক করে।
এব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুন্তাছির মামুন বলেন, আব্দুল হাই নামের একজনকে ভারতে আটক করার কথাটি জানতে পেরেছি। তবে তার পরিবার এখনো আমাদেরকে জানায়নি।
Leave a Reply