স্টাফ রিপোর্টার: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন এবং সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সংগ প্রকল্প, ফ্রেন্ডশীপ ও টেরে ডেস্ হোমস ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্ম্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুল হক, উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান রানা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশীপের প্রজেক্ট ম্যানেজার মোঃ লাবিবুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ এর সংগ প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর আহসানুল কবির বুলু, ইকো-কো অপারেশনের মোঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাতধোয়ার মহড়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply