মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাঙালির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুদূর প্রসারী বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের নতুন একটি জাতিরাষ্ট্র। কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় সেই মহানায়কের ১০১ তম জন্মদিন ও প্রতিটি শিশুর হৃদয় হোক রঙিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বুধবার(১৭ মার্চ) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ৮ টায় দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন এর সঞ্চলনায় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, ভাইস চেয়ারম্যান মোজাফফ্র হোসেন, রৌমারী থানার অফিসার ইনর্চাজ মোন্তাছের বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এস এম এ মতিন, উপজেলা গণকমিটির সাধারণ সম্পাদক এস এম এ মোমেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী।
Leave a Reply