যুগের খবর ডেস্ক: আগামি ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির মধ্যে নতুন করে ‘কঠোর লকডাউন’ শুরুর আগে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
আজ শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এতথ্য জানান।
তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পূর্ণ লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হচ্ছে। মন্ত্রী ঢাকার বাইরে আছেন। তিনি আমাকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে বলেছেন।’
এবিষয়ে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান বলেন, বইমেলা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় সরকার ১২ এপ্রিল শেষ করা সিদ্ধান্ত নিয়েছে। তবে লিখিতভাবে আমি কোনো নির্দেশনা পাইনি। এটা পেলে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। এবছর মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হয়। এটি আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দু’দিন আগেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply