স্টাফ রিপোর্টার: ভাওয়াইয়া গানের জনপদ উত্তরবঙ্গের চিলমারী এবার স্বীকৃতি পেতে যাচ্ছে। ভাওয়াইয়া গানের চর্চা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টিতে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। অর্থাৎ চিলমারীতে হচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট। একইভাবে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে প্রতœতত্ত্ব অধিদফতরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ করা হয়। নতুন প্রতœতত্ত্বিক ঐতিহ্যের নিদর্শনগুলো সনাক্তকরণ, হেরিটেজ হিসেবে ঘোষণা এবং সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।
অ্যাটুকুইটিস অ্যাক্ট-১৯৬৮ এর আইনটি সংশোধন, যুগোপযোগীকরণ ও বাংলায় রূপান্তরের মাধ্যমে নতুন আইনের খসড়া প্রস্তুত করে মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। কমিটির পরামর্শ মোতাবেক খসড়াটি পুন:বিন্যাসের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া প্রয়োজনীয় সংস্কার করে দেশব্যাপী ২১টি জাদুঘরের প্রতিটিতে টিকেট চালু করাসহ তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়।
এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক একটি ভিডিও তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদফতরের মাধ্যমে সারাদেশে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং মাসুদা এম, রশীদ চৌধুরী অংশগ্রহণ করেন।
এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রতœতত্ত¡ অধিদফতরের মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply