মাসুদ রানা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলাধীন ব্রহ্মপুত্র নদ দ্বারা যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব পাড় অবস্থিত রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রায় ১০ হাজার পল্লী চিকিৎসক করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। দু’টি উপজেলার প্রতিটি গ্রাম, চরাঞ্চল, ছোট বড় হাট-বাজার ও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পল্লী চিকিৎসকদের ঔষধের দোকান। প্রতিদিন গ্রামের শত শত মানুষ সর্দি, জ্বর, কাশিসহ বিভিন্ন রোগে আক্রন্ত হয়ে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়। পল্লী চিকিৎসকদের করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই। ফলে চিকিৎসা দিতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছেন পল্লী চিকিৎসকরা।
সোমবার সরেজমিনে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে গিয়ে দেখা যায়, মোল্লাহ্ ফার্মেসীর পল্লী চিকিৎসক মো.নবীনুর ইসলাম মোল্লাহ্ একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সোরহাব হোসেনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করছেন।
বাইটকামারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সোরহাব হোসেন বলেন, আমরা গ্রামের মানুষ কোনো রোগ হলে প্রথমে গ্রামের পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নেই। আমার পেসার বেশি, সর্দি জ্বর তাই ঔষধ নিলাম। রোগীর অবস্থা বেশি খারাপ হলে তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পল্লী চিকিৎসক নবীনুর ইসলাম মোল্লাহ্ বলেন, আমরা দুই উপজেলা প্রায় ১০ হাজার পল্লী চিকিৎসক আছি। করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই আমাদের। করোনা ভাইরাস সংক্রমণ সর্ম্পকে ফেস্টুন, সংবাদপত্র পড়ে ও টিভি দেখে যতোটুকু জেনেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। মানুষ রোগে আক্রন্ত হয়ে প্রথমে আমাদের কাছে আসে, একারণেই করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকিতে প্রথম আমরাই পড়ি।
স্থানীয় এনজিও’র নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এই সময় পল্লী চিকিৎসকদের করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা জরুরি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান বলেন, পল্লী চিকিৎসকরা বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। করোন ভাইরাস সংক্রমণের ঝুঁকি তাদের বেশি। এই জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে, হ্যান্ড গোলভস, মাক্স ব্যবহার করে চিকিৎসা দিবে, ঔষধ দেওয়ার সময় যেন রোগীর সাথে হাতের স্পর্শ না লাগে সেদিকে লক্ষ রাখতে হবে।
Leave a Reply