বিনোদন ডেস্ক: ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’। ফুলের নামের মতোই পাঁচ দশকের অধিক সময় শ্রোতাদের সুরের তানে সুরভী ছড়িয়ে যাচ্ছেন। পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষিদের কাছে তার সুরেলা কণ্ঠের আবেশ মিঠায়ের স্বাধে কর্ণকুহরে বসত গেড়েছে। গানের কথা বা সুর যাইহোক সাবিনা ইয়াসমীন গান ধরেছেন মানে শ্রোতার ব্যস্ত সময়েও মনোযোগ ফিরিয়ে কিছু সময়ের জন্য হলেও সুমিষ্ট সাগরে ভাসিয়ে নিয়ে বেড়ান। এ জাতির গৌরব তিনি। সংখ্যার বিচারে আজ তার জন্মদিন। তবে গানের একনিষ্ঠ এই শিল্পীকে নিয়ে লিখতে কোনো দিবস লাগে না। প্রতি গানেই তাকে নিয়ে উপাখ্যান লেখা হতে পারে।
গবেষণা হতে পারে কেন, কি কারণে অতীতের মতোই এ প্রজন্মের কাছে শ্রোতাপ্রিয় সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের দুঃখ একটাই – গান ইন্দ্রীয়জগতের বিকাশ ঘটনায় তাই এটা শোনার বিষয়, কিন্তু আজকাল গান দৃশ্যের বিচারে কাটতির হিসাব করেন মিউজিক স্টেশনগুলো। এতে ভাল গানগুলো পর্যন্ত স্থায়িত্ব পাচ্ছে না। শ্রোতারাও থিতু হচ্ছেন না। কিন্তু গান শোনাবার ব্যবস্থাটা আরো আধুনিকায়ন করা উচিৎ। কারণ সংখ্যায় কম হলেও আমাদের অনেক ভালো ভালো গান হচ্ছে, ছেলে-মেয়েরা চেষ্টা করছে। ওদের এই চেষ্টা সফলতার রূপ পাবে যখন গানগুলো সকলের কানে পৌঁছাবে।
সাবিনা ইয়াসমীনের আধুনিক, সিনেমা বা দেশাত্ববোধক সব গানই সরস কন্ঠের মায়াবীজালে হয়ে ওঠে বৈচিত্র্যময়। যেমন তিনি যখন আধুনিক গান ডেলিভারি দেন সেটা এক ধরনের মেজাজ থাকে। তেমনি যখন দেশাত্ববোধক গান ডেলিভারি দেন তখন কোমনীয় তরঙ্গে হৃদয়গ্রাহী হয়ে ওঠে। আবার যখন সিনেমার গান ডেলিভারি দেন তখন মনে হয় তিনি-ই স্বয়ং অভিনয় করছেন। অর্থাৎ গলায় সুর ঢেলেও যে অভিনয় করা যায় তা কেবল সাবিনা ইয়াসমীনের গান শুনে শ্রোতারা বুঝতে পারেন। যে কারণে এ জায়গাটিকে তিনি সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন। কারণ কণ্ঠের কারুকাজ প্লে-ব্যাকে বেশি করতে হয়। শ্রোতাদের ওই দৃশ্যের সঙ্গে বিশ্বাসযোগ্য নিবিড় সম্পর্কের মাধ্যম হয়ে উঠতে ভূমিকা নিতে হয়। আর এটা করা শ্রমসাধ্য ব্যাপার।
তার এমন মন্তব্য আজকালের উঠতি কণ্ঠশিল্পীরা কতটুকু গ্রহণ করবেন সে দায় তাদের। তবে এতটুকু সত্য একজন সুর সম্রাজ্ঞী হয়ে ওঠার পেছনে সাধনার সঙ্গে ঐশ্বরিক কৃপায় তিনি পেয়েছিলেন। পেয়েছিলেন বলেই সব গানে নিজের গৌরব ঘোষণা দিয়েছিলেন সুরের মায়াজালে।
Leave a Reply