উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকায় বানভাসি ১০০ পরিবারের মধ্যে এসব সামগ্রী দেওয়া হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, এক কেজি মুসুর ডাল, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি চিড়া ও এক প্যাকেট নুডুলস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, উপজেলা আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, বেগমগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউপি সদস্য সিদ্দিক আলী প্রমুখ।
Leave a Reply