নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায়এক বৃদ্ধের মৃতু হয়েছে। আজ দুপুর ২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী চরাইখালি ব্রিজের দক্ষিনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় নিহত মকবুল হোসেন উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট বাজারের স্থায়ী বাসিন্দা। তিনি মকবুল হোসেন কবিরাজ নামে পরিচিত এবং তার শ্বশুরবাড়ী চড়াইখালি গ্রামে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সাইকেল নিয়ে রাস্তা পাড়াপারের সময় একটি চলন্ত ট্রাক সজোরে ধাক্কা দিলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক ও তার চালককে আটকের খবর পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply