স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ২০ কেজি ওজনের কেক কাটা হয়। সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রন্জু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিকে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply