এস,এম রাফি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিবন্ধি ব্যাক্তিদের জীবন মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধি ব্যাক্তিদের সুরক্ষা ও অধিকার আইন ২০১৩ এর উপর এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রমনা মডেল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন, ৪নং রমনা মডেল ইউপি চেয়ারম্যান মো.আজগার আলী সরকার। বক্তব্য রাখেন, চিলমারী থানার এএসআই রতন কুমার, চিলমারী প্রেস ক্লাব সভাপতি ও সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আ.লতিফ মেহেদী, প্রতিবন্ধি ব্যাক্তিদের জীবন মান উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডা. মাহফুজার রহমান, ডা. উম্মে হাবিবা, প্রজেক্ট অফিসার মিনহাজুল ইসলাম, সুপারভাইজার মাহফুজার রহমান প্রমুখ। বে-সরকারী উন্নয় সংস্থা “ফ্রেন্ডশিপের” প্রতিবন্ধি ব্যাক্তিদের জীবন মান উন্নয়ন প্রকল্পের এ্যাডভোকেসী সভায় প্রতিবন্ধি ব্যাক্তিদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। এসময় শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্যগণসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply