আজকের তারিখ- Sat-20-04-2024

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা তশ্রুপ ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে ও শ্রমিক মজুরীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার বিরুদ্ধে টিকাদান কর্মী ও সেচ্ছাসেবকগণ পরিশ্রমের অর্থ না পেয়ে অর্থ তশ্রুপের বিষয়টি নিয়ে সকলের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে অনিয়মের এব্যাপারে অফিসের কর্মচারীদের সাথে কথা বলতে চাই সব জেনেও মুখ খুলতে সাহস পায়না অনেকে।
জানা গেছে, কোভিড-১৯ করোনার প্রতিরোধ টিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য ২০২১-২২ অর্থ বছরে করোনা ভাইরাসের মোকাবেলায় স্বাস্থ্য তহবিল খাতে বরাদ্দে অব্যয়িত অর্থ হতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকুলে খাত ভিত্তিক অনিয়মিত শ্রমিক মজুরী ৮ লাখ ৮২ হাজার টাকা, বর্জ্য ব্যবস্থাপনা ৫ হাজার ৮৮০ টাকা, প্রচার ও বিজ্ঞাপন (মাইকিং) ১৮ হাজার টাকা, সাব-ব্লক অনুযায়ী সেশন পরিকল্পনা বিল ৬ লাখ ৪৬ হাজার ৪শত টাকা, বুস্টার ডোজ কার্যক্রমে ১ লাখ ৬৮ হাজার ৮৫০ টাকা, ইউনিয়ন পর্যায়ে ৩ টিম বিল ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, ভ্যাকসিনেশন কার্যক্রম অর্থায়নে ১৫ দিনের অর্থ ৩ লাখ ৬৯ হাজার টাকা সামান্য কিছু অর্থ টিকাদান কর্মীদেরকে দিয়ে বাকি ভূয়া নাম সাজিয়ে অভিনব কৌশলে অর্থ উত্তোলন করে আত্মসাত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক টিকাদান কর্মী ও সেচ্ছাসেবক এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সারাদেশে করোনা মহামারির সময় করোনা ঠেকাতে এবং প্রতিরোধক টিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার টিকাদান কর্মী ও অনিয়মিত শ্রমিক মজুরী ও সম্মানী ভাতায় কিছু সেচ্ছাসেবক নিয়োগ প্রদান করা হয়। তদপ্রেক্ষিতে পরিচালক ও লাইন ডাইরেক্টর এম.এন.সি এন্ড ইএইচইপি আই ভবণ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিভাজন অনুযায়ী উক্ত বরাদ্দকৃত অর্থ রৌমারী হাসপাতালে কর্মী ও সেচ্ছাসেবকের মাঝে বিতরনের জন্য দেয়া হয়।
যেমন কোভিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রমে ভূয়া নামে টিকাদানকর্মী ও সেচ্ছাসেবকদের অনিয়মিত শ্রমিক মজুরী ২৪ দিন হিসাবে ৭ মাসে মোট ১ শত ৬৮ দিন ৫ টিমের ১৫ জন সেচ্ছাসেবকের মোট বিল ৮ লাখ ৮২ হাজার টাকা। কোভিড-১৯ ভ্যাকসিনেশন এর জন্য নিয়মিত টিকাদান কেন্দ্র চলমান ও অব্যাহত রেখে প্রতি ওয়ার্ডের সাব- ব্লক অনুযায়ী সেশন পরিকল্পনা (ংড়ব) ভ্যাকসিনেশন ক্যাম্পিইন কার্যক্রমের জন্য অর্থ উত্তোলন ৬ লাখ ৪৬ হাজার ৪শত টাকা। কোভিড-১৯ ভ্যাকসিনেশনের বুস্টার ডোজ ৪ জুন হতে ১০জুন/ ২০২২ এর (ংড়ব) অর্থ উত্তোলন ১ লাখ ৬৮ হাজার ৮৫০ টাকা। কোভিড-১৯ ভ্যাকসিনেশন ১-১৭ নভেম্বর ২০২১ ইং ইউনিয়ন পর্যায়ে ৩ টিম ২ দিনের ক্যাম্পেইন অর্থ উত্তোলন ১ লাখ ৬১ হাজার ৫ শত টাকা। কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম (যিড়) অর্থায়নে ১০ জানুয়ারী থেকে ৮ ই এপ্রিল ২২ পর্যন্ত ১৫ দিনের অর্থ উত্তোলন ৩ লাখ ৬৯ হাজার টাকাসহ মোট প্রায় সাড়ে ২৪ লাখ টাকা উত্তোলনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামনের বিরুদ্ধে এ অর্থ তশ্রুপের অভিযোগ উঠে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টিকাদান কর্মীরা বলেন, করোনার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মাত্র ৮ এপ্রিল ২০২২ পর্যন্ত ১৫ দিনের ৩ হাজার টাকা করে পেয়েছি। আর অন্য কোন টাকা দেয়া হয়নি। তবে এবিষয় নিয়ে স্যারকে বলা হলেও কোন কথা বলেননি তিনি। টিকাদান কর্মী ও সেচ্ছাসেবকগণ পরিশ্রমের অর্থ না পেয়ে অর্থ তশ্রুপের বিষয়টি নিয়ে সকলের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি চরাও হয়ে বলেন, কি লেখবেন লেখেন। আমার অবস্থান থেকে আমি ক্লিয়ার। নিয়োগকৃত সকল কর্মী ও সেচ্ছাসেবকদেও মাঝে বরাদ্দের টাকা সঠিক ভাবে বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভাজনের মাধ্যমে প্রতিটি উপজেলায় খাত অনুপাতে যেভাবে বরাদ্দের চেকগুলি দেয়া হয় সেই ভাবেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়। করোনা টিকাদান কর্মী ও সেচ্ছাসেবকদের মাঝে সঠিক ভাবে বিতরণ করবেন তিনি। তবে সঠিক বিতরণ না করে অর্থ আত্মসাত করার ঘটনায় কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )