আজকের তারিখ- Wed-24-04-2024

রৌমারীতে বিদেশ ফেরত প্রবাসীর খোঁজে স্বাস্থ্য কর্মীগণ!

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ৮৮ জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে রৌমারী উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রবাসী যাদের স্বউদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না বলে যানা যায়। বরং করোনা ভাইরাস ছড়ানোর আশস্কা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। গত ১ ফেবর্রুয়ারী হতে ২৮ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে এসেছেন যাদের বেশির ভাগ ভারত থেকে এসেছেন। ইমিগ্রেশনের কাজ সেরে তারা চলে গেছেন নিজ গন্তব্যে। আর বিভিন্ন দেশ থেকে আসা বিদেশ ফেরত লোকদের খুঁেজ খুঁেজ হোম কোয়ারেন্টাইনে রাখা হবে এমন উদ্যোগ অব্যাহত রয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, ইমিগ্রেশন পুলিশের পক্ষ হতে কুড়িগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের নিকট থেকে এ তালিকা সরবারাহ করা হয়েছে। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে।
৮৮ জনের মধ্যে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর পর্যায় ক্রমে ৭৩ জনকে অবমুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। প্রাথমিক পরীক্ষায় এদের মধ্যে একজনও আক্রান্ত পাওয়া যায়নি। তিনি আরোও জানান, রৌমারীতে আইসোলেশন রেডি আছে,তবে মাস্ক,হ্যান্ডগেøভস, হ্যাক্সিসোল, ডাক্তার, নার্স সংকট রয়েছে। ডাক্তারদের সুরুক্ষার (পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট) পিপিই ব্যবস্থা নেই দ্রæত ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে রৌমারী এলসির্পোট পূর্ণ আমদানী রপ্তানী বন্ধ আছে। তবে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে বাংলাদেশে আসতে পারবে। ভারত নাগরিক বাংলাদেশে থাকলে ভারতে ফেরত যেতে পারবে।
এব্যাপরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, এখন পর্যন্ত ১৫ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে করোনা নিয়ে আতস্ক না ছড়িয়ে যার যার অবস্থান হতে সকলকে সচেতন থাকার পরার্মশ দেন। তিনি আরোও বলেন, বিদেশ ফেরতদের তালিকা ধরে খুঁজা হচ্ছে এতে অনেকের ঠিকানা মিলছে না। তবে স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সহযোগীতা নিয়ে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এবং কি জনসমাগম হয় এমন কর্মকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। হাটবাজার ক্রয়-বিক্রয় সীমিত পরিশরে চলছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )