স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ, রমনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ নজরুল ইসলাম চৌধুরী চাঁদ, বন ও পরিবেশ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা সুজা, দপ্তর সম্পাদক মোজাফর রহমান, রমনা মডেল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আজগার আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ মাহাবুবার রশীদ বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন। পরে মোঃ হারুন অর রশীদ সভাপতি ও মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Leave a Reply