আজকের তারিখ- Sun-19-05-2024

চিলমারীতে বালু মহাল ইজারা প্রদানের দাবিতে শ্রমিক ব্যাবসায়ী ও বাল্কহেড মালিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরের রমনা ঘাটে   ব্রম্মপুত্র নদের বালু মহাল ইজারা প্রদানের দাবিতে শ্রমিক, ব্যাবসায়া ও বাল্কহেড ব্যবসায়ীরা মানববন্ধন করেছে।

শুক্রবার (১১ নভেম্বর)  দুপুর ১২টায় দেশের সর্ববৃহৎ বালু মহাল চিলমারীর ব্রম্মপুত্র নদের তীরে শতাধিক  বাল্কহেড মালিক, ব্যবসায়ী ও শ্রমিকদের অংশগ্রহনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে ব্যবসায়ী, শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, সেতু, শহর, নগর মহানগর, গ্রামীণ কিংবা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজে চাহিদার একটি বড় অংশই চিলমারীর ব্রম্মপুত্র নদ হতে উত্তোলিত বালু তা পূরণ করে যাচ্ছে।
তারা আরো বলেন, যুগ যুগ ধরে চিলমারী, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট,  রংপুর ও গাইবান্ধা জেলার কিয়দাংশ সহ দেশের বিভিন্ন জেলার হাজার হাজার ব্যবসায়ী, নৌ পরিবহন শ্রমিক, বারকি শ্রমিকগণ সনাতন পদ্ধতিতে প্রাকৃতিক বালুতে সমৃদ্ধ চিলমারীর ব্রম্মপুত্র নদ হতে বালু উত্তোলন করে তাদের পরিবার পরিজন নিয়ে নিয়ে জীবন-জীবিকা চালিয়ে যাচ্ছিলেন। আজ প্রায় তিনমাস ধরে ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন করছেন।
এলাকার সচেতন মহলের দাবি, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় যেমন অনাকাঙ্ক্ষিত ভাঙ্গনের ফলে ফসলি জমি ও ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছে নদী পাড়ের মানুষ তেমনই বালু মহাল ইজারা না দেয়ায় সরকারও হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। অপর দিকে বন্দরের বাল্কহেড মালিক, ব্যাবসায়ী ও বিভিন্ন স্তরের শ্রমিকরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিগত তিন মাস ধরে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ থাকায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবেশ অধিপ্তরের বাঁধার মুখে চিলমারীর ব্রম্মপুত্র নদ হতে বালু উত্তোলন, বালু পরিবহন কাজ বন্ধ থাকে। যে কারনে চিলমারী নৌ বন্দরে  বালু উত্তোলন,পরিবহন কাজে কর্মহীন হয়ে থাকা শ্রমিক ব্যবসায়ী ঠিকাদার সহ হাজার হাজার মানুষজন এখন পরিবার পরিজনের ভরণ-পোষন তাদের সন্তানদের লেখাপড়া এনজিওর কিস্তি  চালিয়ে যেতে অক্ষম হয়ে এখন অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন।
এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী নৌ বন্দর বাল্কহেড মালিক সমিতির নাজির হোসেন, রাসেল মিয়া, বালু শ্রমিক নেতা মমিনুল ইসলাম, ও  পরিবহন শ্রমিক নেতা লিয়াকত আলী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )