আজকের তারিখ- Sun-19-05-2024

চিলমারীতে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত: ব্রহ্মপুত্রের ভাঙ্গণে বিলীন হলো প্রায় কোটি টাকার বিদ্যালয় ভবন

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পৌঁনে এক কোটি টাকার বিদ্যালয় ভবন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গণে বিলীন হয়েছে।
জানা গেছে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের পাকা ভবনের একাংশ ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বিলীন হয়েছে। মাত্র চার বছরের মাথায় প্রায় পৌঁনে এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নদের গর্ভে চলে গেল। রবিবার (১৮ জুন) ভোরে ভবনটির একাংশ ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে ধ্বসে পড়ে। চলমান ভাঙনের তীব্রতায় পুরো ভবনটি যেকোনও সময় নদের গর্ভে চলে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দুই বছর ধরে ভাঙনের কবলে থাকা ভবনটি রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও শেষ রক্ষা হয়নি। তবে কর্তৃপক্ষ বছরের শুরুতে বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর করেছে। সদ্য বিলীন হওয়া ভবনটি পরিত্যাক্ত ছিল। এতে পাঠ কার্যক্রম বন্ধ ছিল। প্রায় দেড় কিলোমিটার দূরে বিদ্যালয়ের নতুন স্থানে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
২০১৭-২০১৮ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদফতর চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা এই ভবনটি নির্মাণ করে। প্রায় ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ২০২২ সালে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিদ্যালয়টির একাংশ বিলীন হয়। তখন পাকা ভবনটি রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়। তবে ভাঙনের ভয়াবহতায় বিদ্যালয়টি ভাঙন কবলিত স্থান থেকে দূরবর্তী স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। চলতি বছরের শুরু থেকে সেখানেই একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। ফলে পাকা ভবনটি একরকম পরিত্যাক্ত অবস্থায় ছিল।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, ভাঙনের তীব্রতায় আগের স্থান থেকে সরিয়ে নতুন স্থানে বিদ্যালয়ের কার্যক্রম চলছিল। পাকা ভবনটিতে কিছু আসবাবপত্র রাখা ছিল। গত বছর ভাঙনের পর নদী অনেকটা দূরে সরে যাওয়ায় আমরা ভেবেছিলাম ভবনটি হয়তো রক্ষা হবে। কিন্তু দুইদিন থেকে পানি বেড়ে যাওয়ায় আবারও ভাঙন শুরু হয়েছে। রবিবার ভোরে ভবনটির একাংশ নদে ধ্বসে পড়ে। বাকিটাও হয়তো চলে যাবে।
ভবন নিলামের প্রশ্নে সভাপতি বলেন, ‘নদী ভাঙন বন্ধ ছিল। আমরা ভেবেছিলাম হয়তো এদিকে আর ভাঙবে না। কিন্তু হঠাৎ করে রবিবার ভোরে ভেঙে পড়েছে।’ নতুন স্থানে ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবারও আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
কলেজ অধ্যক্ষ জহিরুল ইসলাম মন্ডল বলেন, এই প্রতিষ্ঠানটি নয়ারহাট ইউপির একমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ভবনটি পাওয়ার পর আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। কিন্তু ব্রহ্মপুত্রের ভাঙনে সে আনন্দ মাত্র কয়েক বছরেই বেদনায় পরিণত হলো। শেষ রক্ষা হলো না। এখন নতুন স্থানে শিক্ষা কার্যক্রম চললেও শ্রেণিকক্ষ সংকট রয়েছে। নতুন ভবন পেলে শিক্ষার্থীদের পাঠদানে সুবিধা হবে।
নয়ারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বলেন, ‘পাকা ভবনটি ব্রহ্মপুত্রের ভাঙনে ধ্বসে পড়েছে। এর দরজা জানালা ও অন্যান্য আসবাবপত্র সরিয়ে নতুন স্থানে নেওয়া হয়েছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘ভাঙনের কারণে পাকা ভবনটি গতবছর পরিত্যাক্ত ঘোষণা করা হয়। পরে ওই স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। সেখানেই বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে। তবে ভবন সংকটে অনেক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। এই চরে পাকা ভবন না দিয়ে চর ডিজাইনের ভবন দেওয়া প্রয়োজন। যাতে ভাঙনের কবলে পড়লে ভবন ভেঙে সরিয়ে নেওয়া যায়। আমরা সেভাবেই স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’ ভাঙনে নয়ারহাট বাজারের বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নয়ারহাট, চিলমারী ও অষ্টমীরচর ইউনিয়নের নি¤œাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান, কোন ঘর বাড়ীতে পানি না উঠলেও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তবে এই মুহুর্তে মাঠে তেমন কোন ফসল নেই।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )